দাওয়াতের পাখি
আবু বক্কার আহমেদ
সবুজে সবুজে ভরে গেছে বাড়িটা । চারদিকে গাছ আর গাছ । ফল গাছ । ফুল গাছ । ঔষধি গাছ । খালিদের কাছে মনে হয় এই যে সবুজ দ্বীপ ! আর এই দীপ গড়ে উঠেছে বাবার হাতেই । খালিদ সেই ছোট্টবেলা থেকেই দেখে আসছে - সবুজের সাথে বাবার মিতালী । নতুন নতুন গাছের চারা কিনে আনেন প্রায়ই। বলতে গেলে প্রতিদিনই । এ যেন তার নেশা
বাবা প্রায় বলেন সবুজ দেখতে নাকি তার ভালো লাগে। ভীষণ ভালো ! সবুজ দিকে তাকালে চোখ শীতল হয় । মন সতেজ হয়। ঝরঝরে থাকে কল্পনার জগত! এসব শুনতে শুনতে , এবং দেখতে দেখতে খালিদ এখন সবুজের বন্ধু । নতুন কোন গাছের চারা পেলেই সে ছুঁয়ে দেখে , প্রতিটা পাতা প্রতিটা কান্ড !
তাদের বাড়ির আঙিনা জুড়ে সারা বছরই কোন না কোন ফুল ফুটে থাকে । নানা রঙের ফুল । ভিন্ন ভিন্ন গন্ধে । আরো আছে প্রায় সব ধরনের দেশি-বিদেশি ফলের সমাহার! রংবেরঙ্গের প্রজাপতি , মৌমাছি ও পাখিরা তারাই বেড়াতে আসে সেখানে। ঘর থেকে বের হলেই হাতের ডান পাশে একটি পেয়ারা গাছ । অনেক পেয়ারা ধরেছে এবার। আজ খালিদের ভালো করে চোখ ভোলানো গাছে । পেকে আছে বেশ কয়টা । কিন্তু একি ! পাখিরা তো খবর পেয়ে গেছে ! কয়েকজন মিলে বেশ মজা করে পেয়ারা খাচ্ছে । খালিদ বিল ছুড়ে মারল । আর তারা উড়ে গিয়ে বসলো অন্য একটি গাছের ডালে । বাবা দেখে বললেন খালিদ ! পাখিদের তাড়িয়ে দেওয়া একদম উচিত হয়নি! খালিদ বলল কেন? বাবা বলল ....
মহানবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন ' যদি কোন মুসলিম একটি গাছ রোপন করেন অথবা কোন শস্য উৎ পাদান করে- এবং তা থেকে কোন মানুষ, পাখি কিংবা পশু আহার করে _ তাহলে তা উৎপাদনকারী জন্য সাদাকালো হিসেবে বিবেচিত হবে " (বুখারী ও মুসলিম )
খালিদ তো অবাক ! এখন তার ইচ্ছে করছে পাখিদের ডেকে নিয়ে পেয়ারা খেতে দিতে এবং তার বাগানে যত ফল সমূহ আছে সবাইকে ডেকে এনে দিতে ... অতঃপর সেদিন থেকে
খালিদ কখনোই কোন পাখি বা পশুকে তাদের বাগানের ফল থেকে পানাহার করেননি সবাইকেই তাদের বাগানের ফল চাইলেই পেরে দিতেন ..... ? এবং কোন লোক বা কোন গরিব মানুষ তাদের বাগানের সামনে দিয়ে হেঁটে গেলে তার চোখে বললি সে তাকে ডেকে এনে তাদের বাগানের ফল খেতে দিতেন |
অতঃপর.. তো প্রিয় বন্ধুরা এই গল্পটি থেকে আমরা শিখতে পারলাম কখনোই কাউকে নিজের শস্য বা ফসল থেকে ফিরিয়ে দিবেন না আপনার সাধ্যমত চেষ্টা করবেন সবাইকেই একটু ভাগ দিতে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন কোন গল্পে আবার দেখা হবে চাইলে আমাদের পেজটি ফলো দিতে পারেন এরকম সুন্দর সুন্দর গল্প পেতে তো আজকে জুম্মার দিন সবাইকে বলব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ সবাইকে যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন এবং এই গল্পটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ধন্যবাদ
0 Comments