Ajugora Beribadh, Belkuchi, Sirajganj, Bangladesh.
Photographer: Samim
হ্যা সত্যই তাই, সিরাজগঞ্জ জেলায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা,তার মধ্য বেলকুচি উপজেলায় আজুগড়া গ্রামে যমুনা নদীর তীরে গড়ে ওঠা আজুগড়া বেড়িবাঁধ অন্যতম। আকারে কিছুটা ছোট হলেও এর পুরো এরিয়া অনেকটা জায়গা দখল করে আছে,তাছাড়াও ছুটির দিনগুলোতে বেড়ে যায় মানুষের আনাগোনা , অনেকে বলেন বিকেল বেলা বা দিনের যে কোনো মূহুর্তে এই স্থানে গিয়ে বসলে মিলে শান্তির ছোয়া। যেনো মানসিক সব কন্তি দূর হয়ে মনে এক শান্তি প্রতিস্থাপন হয়।
0 Comments