সরিষা ফুল, আজুগড়া বেলকুচি সিরাজগঞ্জ

সরিষা ফুলের চেয়ে বেশি ফুল এক সাথে আমি অন্য কোনটা দেখেছি বলে মনে হয় না... মাঠের পর মাঠ হলুদ রঙের সরিষা ফুল দেখেছি আমি... কুয়াশা ঢাকা সকালে ঘুম থেকে উঠেই ঘরের পাশেই হলুদ কার্পেটের মতন এই দৃশ্য দেখে দিন ভালো না যেয়ে পারেই না... সৌন্দর্য বর্ধনের জন্য এই ফুলের চাষ করা হয় না... এইটা আমাদের ফসলি একটা উদ্ভিদ... শীতকালে চাষ করা হয়... খুব অল্প সময়ের মধ্যেই এর চাষ করে ফেলে আমাদের কৃষকরা... প্রধানত সরিষা তেলের জন্য এর চাষ করা হয়... তবে যেহেতু অনেক ফুল হয়, অনেকেই তাই পাশাপাশি মৌমাছির চাষ করে মধু সংগ্রহ করা হয়ে থাকে